এই উপমহাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্তাকর্ষক প্রাচীন নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। শুধু তাই নয় এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম একটি মসজিদ। বাংলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে এই মসজিদ অপরুপ। বাগেরহাট শহর থেকে প্রায় ৭ কিমি দূরে সুন্দরঘোনায় অবস্থিত এ প্রাচীন মসজিদটি সেই সময়ের ইসলাম ধর্মের প্রচারক ও তৎকালীন স্থানীয় শাসক খান জাহান আলী এই মসজিদ নির্মাণ করেন।
One of the most impressive ancient artifacts of the Muslim architecture of the subcontinent is the 60-domed mosque. Not only this, it is one of the oldest mosques in Bangladesh. This mosque is one of the oldest monuments of Bengal. This ancient mosque, located about 5 km from Bagerhat city, was built by Khan Jahan Ali, a preacher and then local ruler of the then Islamic religion.
এটি নির্মিত হয় ১৫ শতকের সময়। মসজিদটির বাইরের দিকে উত্তর-দক্ষিণে প্রায় ১৬০ ফুট ও পূর্ব-পশ্চিমে প্রায় ১০৮ ফুট এবং দেয়াল প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদটি মূলত ইটের তৈরী,তবে সেখানে রয়েছে খোদাইকৃত বিরল জাতীয় অলঙ্করণ ও টেরাকোটার কারুকার্য। অতুলনীয় নকশার এ মসজিদের ছাদ সম্পূর্ণ গম্বুজ দ্বারা আবৃত, তাই এই মসজিদকে "ছাদ গম্বুজ " মসজিদ বলা হতো। তবে এই নাম পরবর্তীতে পরিবর্তন হয়ে ষাট গম্বুজ মসজিদ নাম হয়। কেননা এই মসজিদের ছাদে মূলত ৬০ টি গম্বুজ থাকার কারণে এর নাম ষাট গম্বুজ মসজিদ রাখা হয় পরবর্তীতে।
It was built during the 5th century. The mosque is about 4 feet to the north and south to the outside, and about 5 feet to the east and west, and the walls are about 1.5 feet thick. The mosque is largely made of brick, but there are rare national ornaments and terracotta crafts carved. The roof of the mosque is completely covered with dome, so the mosque was called the "roof dome" mosque. However, the name was later changed to the name of the sixty dome mosque. Because of the roof of this mosque, there are mainly six domes, it is named after the sixty dome mosque.
তাছাড়া এর চার কোণায় চারটি মিনারের গম্বুজসহ এই মসজিদে মোট ৮১ টি গম্বুজ রয়েছে। মসজিদটির ভেতরে পশ্চিম দেয়ালে ১০ টি মেহরাব রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে বড় একটিসহ ১১ টি উত্তর-দক্ষিণে ৭ টি করে ১৪ টি এবং পশ্চিমে প্রধান মেহরাবের পাশে একটি নিয়ে মোট ২৬ টি দরজা রয়েছে। সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলীর এ মসজিদকে ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এই মসজিদকে স্বীকৃতি দেয়। অনেক দেশীয় পর্যটকরা বাগেরহাট গেলে এই মসজিদ ঘুরে আসে প্রাচীন বাংলার ঐতিহ্য দেখার জন্য।
Besides, there are four domes in this mosque, with four minarets dome in each of its four corners. Inside the mosque there are six arches on the west wall. The east wall of the mosque has a total of 20 gates, with a large one on the north and south 4 in the north, and one on the west side of the main arches. The mosque recognizes this mosque as a UNESCO World Heritage Site in the 5th century, uniquely architectural. Many local tourists visit Bagerhat when visiting this mosque to visit the ancient Bengal heritage.
0 Comments