Advertisement

Responsive Advertisement

দুঃখের দিনের দরদী মোর নবী কামলিওয়ালা।

আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক ইসলামি সংগীত, নাত, হামদ লিখেছেন। তার মধ্যে এটি একটি। খুব সুন্দর কন্ঠে বখতিয়ার হুজুর নাতটি পড়লেন। কাজী নজরুল ইসলাম আশেকে রাসূল ছিলেন বলে আজ তার আশেকরা তাকে স্মরণ করে। যার সাথে সম্পর্ক একবার মদিনাওয়ালার সাথে হয়ে যায় সে দুজাহানেই ধন্য।                     

Post a Comment

0 Comments