Advertisement

Responsive Advertisement

করোনা ভাইরাস (মুসলিম বিশ্বের করণীয়)


আমরা দূরে সরে গেছি প্রকৃত ইসলাম থেকে, যে ইসলাম আমাদের দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী (দ.), যে ইসলামের শিক্ষা আমাদের দিয়েছেন সাহাবাগণ। বর্তমান বিশ্বে করোনা যখন ভয়ংকর হয়ে উঠল তখন মুসলিম বিশ্বের নেতাদের প্রথম কাজ ছিল সুন্নতে সাহাবা অনুসরণ করা, অর্থাৎ সেসময় যখন কোন মহামারী বা দুর্ভিক্ষ দেখা দিত তখন সাহাবারা নবীজির রওজায় গিয়ে শাফায়াত কামনা করত। ফলে তারা শীঘ্রই বিপদ থেকে পরিত্রাণ পেত। কিন্তু আমরা  আজ  সাহাবীদের অনুসরণ না করে ভ্রান্তিতে মশগুল হয়ে আছি বলে দূরাবস্তা আমাদের পিছু ছাড়ছে না। যেখানে মুসলিম বিশ্বের নেতারা নিরব সেখানে আমাদের মতো নগন্য সাধারণের কি করার আছে।                                      

Post a Comment

0 Comments