
তোমরা চেয়েছিলে জেলে দিয়ে সত্যকে আটকাতে আর আল্লাহ যাকে প্রকাশিত করতে চান তার পরীক্ষা আল্লাহ নিয়ে থাকেন। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ সবার মাঝে ছড়িয়ে পড়েছে নুরে বাংলা। তিনি লড়াই করতে শিখেছেন বাতেলদের বিরুদ্ধে। শুধু তাই নয় তিনি মাঠে ময়দানে তার জিহাদ চালিয়ে যান। এতে তিনি অনেকবার হামলার শিকার হন। কিন্তু যার ভেতর নবী প্রেম একবার জ্বলে ওঠে তার কাছে সবকিছু তুচ্ছ হয়ে যায় দুনিয়ার। একবার তাকে গলা কেটে ফেলে দেওয়া হয়, ডাক্তার বলেছেন তিনি বাঁচতে পারবেনা কিন্তু যার ভেতর গাউসে পাকের মোহাব্বত বিদ্যমান সে কিভাবে মৃত্যু কে জয় করতে পারে তা আল্লাহই ভালো জানেন। তিনি ফিরে এলেন মৃত্যু শয্যা থেকে। ফিরে এলেন আরও মজবুত হয়ে লড়াই করার জন্য। কিন্তু তার আশেপাশের এলাকা ছাড়া তাকে কয় জনে চিনত কয় জন তার নাম জানত আর কয় জনই বা জানত তার বীরত্বের কথা। তারা চেয়েছিল নুরে বাংলাকে জেলে দিয়ে তার বীরত্ব লুফে নিতে চেয়েছিল কিন্তু যেখানে রয়েছে শাহ আমানত (রহ.) সেখানে সুন্নিরা কিভাবে জেলে থাকবে। কেননা শাহ আমানত (রহ.) তিনি শাহেন শাহে আদালত। দুঃখের বিষয় তাদের জন্য কেননা আল্লাহ যাকে প্রকাশিত করে দেন তাকে তোমরা হাজার চাইলেও বন্দী করে রাখতে পারবে না। আজ সারা বাংলারবুকে খ্যাতি অর্জন করে নিলেন, সারা বাংলার সুন্নীজনতার হৃদয়ে স্থান করে নিলেন নুরে বাংলা। যাকে এতদিন কেউ চিনত না আজ নুরে বাংলা বললে সবাই এক নামে জানে তাকে। এভাবে বাতেলরা ষড়যন্ত্র করতে থাকবে আর বীরদের আল্লাহ চারদিকে প্রকাশ করে দেন। আজ যদি শেরে বাংলা আজিজুল হক (রহ.) যদি বেঁচে থাকতেন আমার বিশ্বাস এই বাংলার জমিনে কোন বাতেল হয়ত থাকতনা। সেই সময় সারা বাংলা একা লড়েছেন এমনকি সৌদি আরবে পর্যন্ত তিনি লড়াই করেছেন এই বাতেলপন্থীদের সাথে। সৌদি আরব থেকে শেরে বাংলা উপাধি পেয়েছিলেন। সত্যকে কখনো গোপন রাখা যায় না আর এটা মহান আল্লাহর দেয়া পথ। আল্লাহ যেন আমাদের সত্য পথে চলার সত্যকে জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার তৌফিক দান করেন।
0 Comments