Follow that way
The way in which truth exists, the way to the well-being of humanity. Although that way is difficult.
You love hard, it will be easy for you.
If you love labor, you will succeed.
You love knowledge that will always protect you from danger.
You can feel the peace of the soul in love with people.
You love the Creator of the Creator, who will forget your misery.
তোমরা সে পথের পথিক হও
যে পথে সত্য বিরাজমান, যে পথে রয়েছে মানবতার কল্যাণ। যদিও ঐ পথ কঠিন।
তোমরা কঠিনকে ভালবাস, সে তোমাদের জন্য সহজ হয়ে যাবে।
তোমরা শ্রমকে ভালোবাস তা তোমাকে সফলতা দেবে।
তোমরা জ্ঞানকে ভালোবাস যা সবসময় বিপদ থেকে রক্ষা করবে।
তোমরা মানুষকে ভালোবাস তাতে আত্মার শান্তি উপলব্ধি করতে পারবে।
তোমরা সৃষ্টিকর্তার সৃষ্টিজগৎকে ভালোবাস যা তোমাদের দুঃখ ভুলিয়ে দেবে।
0 Comments