ভালোবাসা মানে চোখে দেখা নয়
ভালোবাসা মানে ভেতর থেকে জেগে ওঠা
ভালোবাসা মানে মূখের বলা নয়
এটি আবার মনের মধ্যে নাড়া দেওয়াও নয়
ইহা আসে অন্তর থেকে,যা মানুষকে
ভুলতে দে না,বিবেক আবার মাঝে মাঝো
কোথায় যেন হারিয়ে যায়, যা হঠাৎ
ভুল করে বসে,কেন সে ভুল করল
তা তার বোঝার ক্ষমতার বাইরে থাকে
আবার তার মন শুধু ছুটতে চাই সেই
ভালোবাসার মানুষের প্রয়োজন মেটাতে
তবে ক্ষতি করতে নয়,যে ভালোবাসা
মানুষের ভেতর থেকে আসে তা কখনো
মিথ্যা হতে পারে না,যা হচ্ছে বাস্তবরুপ।
Love does not mean seeing the eyes
Love means waking up from the inside
Love is not a word of mouth
It is not even a stir in the mind again
It comes from the heart, which comes to people
Do not forget, conscience again and again
Where to get lost, which is sudden
By mistake, why did he make a mistake
It is beyond his comprehension ability
Again he just wants to escape his mind
To meet the needs of people in love
Not to hurt, however, that love
It never comes from inside people
Can't be false, which is a fact.
0 Comments