Advertisement

Responsive Advertisement

উপমহাদেশে ইসলামের আগমন।প্রাথমিক পর্ব।

ভারতবর্ষ নামে যখন শুধুমাত্র পরিচিত আর একসাথে অনেকগুলোদেশ তখনো আলাদা হয়নি তখন ইসলাম কিভাবে এই উপমহাদেশে আসে? ইতিহাসের মধ্যে এই উপমহাদেশে কোনো নবী-রাসূল বা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সল্লাল্লাহু   আলাইহি ওয়াসাল্লাম )    এর কোন সাহাবা ও এখানে আসেনি।যদিও রাসুলুল্লাহর মদিনা হিযরত করার পর সাহাবীদের ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে কিন্তু ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য তাদের কারও আগমন ঘটেনি।যদিও অনেক মুসলিম শাসক ভারতবর্ষ শাসন করেছিল কিন্তু তারা ইসলাম প্রচারে ভুমিকা রাখেনি। তাই এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আগমন ঘটে আল্লাহর আউলিয়া  -কেরামের।যার ফলে এখানে আজ মুসলিম প্রধান দেশ বাংলাদে, পাকিস্তান। তাছাড়া ভারত মুসলিম প্রধান দেশ  না হলেও কোটি কোটি মুসলমানদের বাস এই ভারতে।       ।.........                   

Post a Comment

0 Comments