Advertisement

Responsive Advertisement

নামাজে হাত কোথায় বাঁধবেন?

ইসলামের মধ্যে  চারটি মাজহাব বিদ্যমান। তাই প্রত্যেক মুসলমান কোন না কোন মাজহাব অনুসরণ করে থাকে।যদিও বা প্রত্যেক মাজহাবের নিয়ম একই না কিন্তু তা সত্যেও কোন মাজহাবের অনুসরণকারী অন্য মাজহাবের অনুসরণকারীকে ভুল বলে না। প্রত্যেক মাজহাবের নিয়মই সঠিক।আবার কেউ যদি বলে যে সে মাজহাব মানে না ধরে নিবেন সে মুসলমান নয় বরং ইহুদিদের দালল যারা মুসলমানদের ভুল পথে নিয়ে যেতে ইসলামের রুপে ছদ্মবেশ ধারণ করেছে। কেননা আল কোরআনের পরে ইসলামের যে কিতাবটি বেশি প্রসিদ্ধ  বোখারী শরীফ, সেই বোখারী শরীফের লেখক ইমাম বোখারী (র.)  ও মাজহাব অনুসরণ করতেন। তিনি শাফেঈ মাজহাবের অনুসারী ছিলেন। নিম্নে  সকল মাজহাবের নামাযে হাত বাঁধার নিয়ম দেওয়া হল,
ইমামে আযম আবু হানিফা (র.) মতেঃ
নাভীর নীচে হাত বাঁধা উত্তম।
ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) এর মতেঃ
নাভীর নীচে হাত বাঁধা উত্তম।
ইমাম শাফেঈ (র.) এর মতেঃ
বক্ষের নিচে এবং নাভীর উপরে হাত বাঁধা উত্তম।
ইমাম মালিক (র.) এর দুয়েকটি মন্তব্য রয়েছেঃ
১.হাত ছেড়ে দেওয়া
২.ফরয নামাজে হাত ছেড়ে দেওয়া এবং নফল নামাজে হাত বাঁধা।
৩.উভয় নামাজে হাত বাঁধা।
উল্লেখ্য, প্রত্যেক  মাজহাব এ রয়েছে ডান হাত বাম হাতের উপরে থাকবে।
                                       

Post a Comment

0 Comments