Every man rushes to success because they cannot go to the main place. Those who work against the mind, who give up their privileges, can win the struggle for life. The more sacrifices he can accept, the more he can go on in the struggle for life. Imam Ahmed Reza said I was always focused on my work, not thinking about who was saying what. For whosoever shall do any good, the same shall say good; No matter what the truth is, he does. So it is not just acceptance of sacrifice, you have to work hard and then work hard for the truth to succeed. Without the truth, no one can go to the highest level of life.
প্রত্যেক মানুষ সাফল্যের পেছনে ছুটে বলে তারা মূল জায়গায় যেতে পারে না। যারা মনের বিরুদ্ধে কাজ করতে পারে, নিজের সুযোগ সুবিধাকে বিসর্জন দিতে পারে তারাই জীবন সংগ্রামে জয়ী হতে পারে। যে যত বেশি ত্যাগ স্বীকার করতে পারে সে তত বেশি জীবন সংগ্রামে অগ্রসর হতে পারে। ইমাম আহমদ রেজা বলেছিলেন আমি সবসময় আমার কাজেই মনযোগী, কে কি বলছে তা নিয়ে চিন্তা করি না। কেননা কোন কাজ যার সুবিধার দিকে যাবে সে ভালো বলবে আর যার অসুবিধার দিকে যাবে সে তার মন্দ বলবে। সে কাজ যতই সত্যের উপর থাকুক না কেন। তাই শুধু ত্যাগ স্বীকার করলেই হবে না, সাফল্যের জন্য সত্যের উপর অটুট থেকে তারপর কঠোর পরিশ্রমী হতে হবে। সত্য ছাড়া কখনো জীবনের সর্বোচ্চ স্তরে কেউ যেতে পারে না।
0 Comments