Advertisement

Responsive Advertisement

আশেকের অন্তর, ১২ ই রবিউল আউয়ালে।

অপেক্ষার প্রহর শেষ নাহি হয়
দীর্ঘ একটি বছর শেষে যখন
তুমি এলে আকাশ বাতাস রাঙিয়ে।
ভেতরটা খুশিতে আত্মহারা, আনন্দটা
এল যেন সাগরে জোয়ার এসেছে।
ফেরেস্তাদের উল্লাসে সজ্জিত আসমান
আশেকের উল্লাসে গুণগান তোমার।
দরুদ সালামে মুখরিত জমিন আসমান
তুমি মোদের সকল ঈদের সেরা ঈদ
    হে ১২ই রবিউল আউয়াল।

Post a Comment

0 Comments