ইমামে আজম আবু হানিফা বললেই আমরা যাকে হানাফি মাযহাবের ইমাম বলে চিনি তার আসল নাম নোমান বিন সাবিত। তার বাবার নাম ছিল সাবিত। তিনি হিজরী ৮০ সালে কুফায় জন্ম গ্রহণ করেন। তিনি একজন তাবীঈ ছিলেন। তিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছিলেন এবং তাদের কাছ থেকে হাদিস শুনেছিলেন। তিনি ৮ জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। তার জ্ঞান ছিল সীমাহীন এবং সহজ সরল জীবন যাপন করতেন। তিনি আল্লাহর এত বেশি ইবাদত করতেন, টানা ৪০ বছর তিনি এশারের ওযু দিয়ে ফযর নামায শেষ করতেন। তাছাড়া তিনি রমজান মাসে ৬০ বার কোরআন খতম করতেন। তিনি সারারাত জেগে নফল নামাজ পড়তেন। তিনি যেমন সীমাহীন জ্ঞানর অধিকারী ছিলেন তেমনি অধিক আল্লাহ ইবাদতে মশগুল থাকতেন। তিনি চার মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম। তার সম্পর্কে ইমাম শাফেঈ (র.) বলেছিলেন, হানাফি মাজহাবের অনুসারীরা ইমামে আজমের মুখাপেক্ষী। এমনই একজন ইমামের জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী পর্বে। ইনশাআল্লাহ ।
0 Comments