There are rhymes in the poet's poem
The poet loses his mind.
Clouds of distant skies
He does not lose the rhythm of his poetry.
Pipilica's lane ever
Losing his rhythm to lane!
Bees are not harvested
Rhythm falls, in the middle of the sky The moon and the earth are in rhythm
Among the springs of the mountains
The rhythm continues in the beauty of honey.
The rhythm of nature is in rhyme
As if to impress the poet
Everything has its own rhythm
What is the rhythm in human life?
ছন্দ আছে কবির কবিতায়
ছন্দেই হারায় কবির মন।
দূর আকাশের মেঘগুলো
হারায় না তার কবিতার ছন্দ।
পিপিলিকার সারিটা কি কভু
হারায় তার ছন্দের সারিটাকে!
মৌমাছির আহরণে হয় না
ছন্দের পতন, আকাশের মাঝে
চাঁদ আর পৃথিবী আছে ছন্দে
পাহাড়ের ঝর্ণাগুলোর মাঝে যে
ছন্দ মধুর সৌন্দর্যে মেতে থাকে।
প্রকৃতি রুপ ধারণ ছন্দে ছন্দে
যেন মুগ্ধ করে যায় এই কবিকে
সবকিছুই আছে তার নিজের ছন্দে
ছন্দ কি আছে মানুষের জীবনে?
0 Comments