This is the far way
No way for walk, sliced
Shuttled around the enemy
Still have to pay.
The burden of suffering in every step
Hundreds of invisible arrows hit
Thousands of whips are falling over
Still have to pay.
The road is burning coal
Heat spreads far and wide
The material on the side burns ashes
Still have to pay.
Difficult route to unknown destination
The body is feeling heavy
The body is shredded
Still have to pay.
Discussion and criticism
Not the world of happiness and peace
Renounces his own interests
Only then will you have to pay
এই দূর বহুদূরের পথ
হাটার জো নেই, কাটাযুক্ত
চারদিক শত্রুদের আনাগোনা
তবুও পাড়ি দিতে হবে।
প্রতিটা কদমে যন্ত্রণায় ভার
শত অদৃশ্য তীরের আঘাত
হাজার চাবুক পড়ছে গায়ে
তবুও পাড়ি দিতে হবে।
রাস্তাটা আগুনের জলন্ত কয়লা
তাপ তার বহুদূর ছড়ায়
পাশের বস্তু জ্বলে-পুড়ে ছাই
তবু্ও পাড়ি দিতে হবে।
অজানা গন্তব্যের কঠিন পথ
শরীর নিস্তেজ বুঝা ভার
দেহটা ঝির্ণশির্ন হয়ে আছে
তবুও পাড়ি দিতে হবে।
আলোচনা আর সমালোচনা
সুখ -শান্তির নয় পৃথিবী
নিজ স্বার্থকে ত্যাগ করে
তবেই পাড়ি দিতে হবে।
0 Comments