Advertisement

Responsive Advertisement

কঠিন মুহূর্ত

প্রত্যেক মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন বেড়ে উঠার সময় সমস্ত কিছু মা - বাবার উপর থাকে বলে তখন তাদের কোনো চিন্তা থাকে না। তাই তখন পড়াশোনা হয় তার প্রধান কাজ বাড়ার সাথে সাথে সে যে সমাজে বেড়ে উঠে তার প্রভাব পড়ে এবং সে ঐ সমাজকে অনুসরণ করে। ঠিক সে সময় যদি তাকে সম্পূর্ণ ভিন্ন সমাজে নিয়ে যাওয়া হয় তখন তা তার জন্য কঠিন হয়ে পড়ে। পরে সে আস্তে আস্তে ঐ সমাজের সাথে নিজেকে মানিয়ে নেয়। যখন পরিবারের চাপ সে বুঝতে পারি কিংবা পরিবারের দ্বায়িত্ব হঠাৎ তার কাঁধে আসে তখন সে কঠিন সমস্যার সম্মুখীন হয়। কেননা কারো পরিবারের দ্বায়িত্ব যদি ধীরে এবং সময়মত আসে তার তেমন সমস্যায় পড়তে হয় না। সেই দ্বায়িত্ববোধ থেকে যারা হঠাৎ পরিবার বাচানোর লড়াই করে তারাই সত্যিকারের নায়ক। সেসময় সে নিজের কথা চিন্তা করে না, সে তার পরিবারের সদস্যদের রক্ষার্তে কঠিন সংগ্রামে ঝাপিয়ে পড়ে। বিশেষ করে এই নায়কদের জন্ম হয় অনুন্নত দেশগুলোতে। আর যারা মধ্যবিত্ত হঠাৎ তাদের যদি কোন অঘটন ঘটে তাহলে তাদের অবস্থা আরো সূচনীয়। তারা চক্ষু লজ্জা এড়াতে না পেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। বিশেষ করে এই পরিবারের ছেলেদের পরিস্থিতি নায়ক বানায় কিন্তু সেই ইতিহাস লেখা হয় না। সেই ইতিহাস রয়ে যায়, কারও চোখে পড়ে না তারা পরিশ্রমি হয় বলে। যখন এই ছেলেদের ইউনিভার্সিটি গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করার সময় তখন তারা নাজেহাল হয়ে ঝাপিয়ে পড়ে পরিবারের জন্য।সাগরের ঢেউ যেমন পানিকে সমতল রাখে না উচু নিচু করে দেয় তেমনি এই ছেলেগুলোর জীবন একই রেখাই থাকে না। পরিবারের প্রধান যখন পরিবারের হাল অনেক দিন যাবত ধরে এসে হঠাৎ যখন  হাল ছাড়া হয়ে যায় তখন সে সবকিছু অন্ধকার দেখে। আর সে সময় কেউ নিজেকে সামলাতে পারে আবার কেউ পারে না বলে পরিবারে একটা চাপ সৃষ্টি হয়। ফলে পরবর্তী হাল ধরার যে থাকে তার ঠিকানা হয় হয়ত বিদেশ গিয়ে পরিবার রক্ষা করা নয়ত দেশে উপার্জনের জন্য কিছু খুজে বের করা। যে যেখানেই যাক না কেন হঠাৎ যখন সে পড়াশোনার মাঝখানে গিয়ে দিনরাত পরিশ্রম করা, ঠিক সময় খাবার না পাওয়া আমার মতে ভিন্ন পরিবেশে একটা বড় পরিক্ষা। আর তারা এইটাকে জয় করে আসে বলে তারা পরিবারের নায়ক তারা দেশের নায়ক। তাই যুগ যুগ ধরে মধ্যবিত্ত পরিবার থেকেই এই নায়কদের আগমন, যারা কঠিন পরিস্থিতিকে জয় করে আসে।                                                                                                             

Post a Comment

0 Comments