এই পৃথিবীর নানা প্রান্তে ইতিহাস হয়েছিল নানা কিছু নিয়ে হাজার হাজার ইতিহাসের পাতা জুড়ে আছে বিশ্বের নানা ঘটনা। তবে সবগুলো একটা আরেকটার সাথে অমিল থাকলে ভাবগত কিংবা ঘটনগতভাবে মিল রয়েছে। এই পৃথিবীর মধ্যে হাজার হাজার বছর আগেও নানা জাতি - গোষ্ঠী কিংবা ধর্ম বিরোধ ছাড়াও আধিক্যতা কিংবা রাজ্যদখলের নেশায় হয়েছে বহু যুদ্ধ। হয়েছে অনেক শহীদ। কিন্তু তাদের ইতিহাস দেখেছে বিশ্ব শুনেছে সেই সকল কথা। সমস্ত ইতিহাসকে পেছনে ফেলে হঠাৎ এই বাংলার বুকে নতুন এক ভিন্ন ধরনের ইতিহাস রচয়িতা রফিক, সালাম, জব্বাররা। নতুন এক অধ্যায় নাম ২১শে ফেব্রুয়ারি। সারা বাংলাকে সেই দিনটি নাড়া দিয়েছিল। অনেকই তো শহীদ হয় কিন্তু মায়ের মূখের ভাষার জন্য এই প্রথম শহীদ হল। তারা বাংলার বীর তারা পৃথিবীর বুকে প্রমাণ দিয়েছে তারা তাদের মায়ের ভাষাকে কতটা ভালোবাসে। রাজপথ লাল হবে কিন্তু মায়ের ভাষাকে কেড়ে নিতে পারবে না কেউ। যেই বাংলার বুকে রয়েছে মায়ের দামাল ছেলেরা সেই মায়ের মূখের ভাষা কেড়ে কিভাবে নেবে। বাংলার ছেলেরা তাদের গর্জন দেখিয়েছিল, দেখেছিল ব্রিটিশরা সেই মাস্টার দা সূর্যসেনকে। যারা সেই প্রাচীন থেকেই লড়তে জানে তাদের মায়ের ভাষা কাড়তে পারে কে? সেইদিন তারা বাংলাকে ধরে রাখার জন্য প্রাণকে তুচ্ছ করেদিয়েছিল। বিশ্ব সেইদিন দেখেছিল তারা সবকিছু পারে জয় করতে। সেই ২১ শে ফেব্রুয়ারি পালন করত বাংলার মানুষ আর আজ পালন করছে সারাবিশ্বের মানুষ। তারাই শ্রেষ্ঠ বীর এই বিশ্বের। যার কারণে আজ সারা বিশ্বের মানুষ তাদের মাতৃভাষার কদর বুঝতেছে। তারা সেইদিন শুধু বাংলাকে নাড়া দেয়নি তারা সারা বিশ্বকে তাদের বাণী পাঠিয়েছে যে তোমরা দেখ মাতৃভাষা কত দামী। তোমরা নানা ছলনায় তোমাদের মাতৃভাষাকে হারিয়ে ফেলিও না। আজ আমরা যেমন স্বাধীনভাবে আমাদের বাংলা ভাষায় মনেরভাব প্রকাশ করতে পারছি তেমনি তাদের জন্য নিজেদের গর্ব হচ্ছে এই বাংলার জন্য। অথচ আমরা সেইদিন শুধু মাত্র চেয়েছিলাম ঊর্দুর পাশাপাশি বাংলাটাও থাকুক কিন্তু তারা সেটা মেনে নেয়নি। তাইতো প্রাণ দিতে হয়েছিল আমাদের বীর সন্তানদের। সারা বিশ্বকে ভাষার কদর শিখিয়েছে বাংলার সন্তানরা , ভাষার জন্য প্রথম প্রাণ দিয়েছে তারা সেই হিসেবে এই বাংলা ভাষার স্থান হওয়ার কথা বিশ্বের ১ম স্থানে।কিন্তু সেই ভাষার স্থান চতুর্থ। যাইহোক, হে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২'র ভাষা শহীদ যতদিন থাকবে এই পৃথিবী ততদিন তোমাদের শুধু এই বাংলার মানুষ নয় তোমাদের স্মরণ করবে বিশ্বের মানুষ। তোমরা অমর থাকবে চিরকাল।
0 Comments