Advertisement

Responsive Advertisement

করোনা ভাইরাস (বিশ্ব এবং বাংলাদেশ)

বর্তমান বিশ্ব এখন স্তব্ধ, সারা বিশ্বের কোলাহলপূর্ণ শহরগুলো আজ নিরব ফাকা। এক আতংকে মানুষ বন্দী ঘরের মধ্যে। সবার মূখে মূখে এখন একটাই নাম করোনা ভাইরাস। এটি চিনের উহান শহর থেকে ছড়ালেও চিন সেটাকে নিয়ন্ত্রন করতে পেরেছে,, মৃত্যুর হার কমিয়ে এনেছে। কিন্ত পশ্চিমা বিশ্বে চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিন তারা হাজার হাজার লাশ গণছে। কখন কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সারা বিশ্বে মৃত্যু সংখ্যা ১ লক্ষ ২০ হাজার প্রায়। আক্রান্ত ২০ লক্ষের কাছাকাছি। ভেকসিন আবিষ্কার না হওয়ায় এর দাপট হয়ত আরো কিছুদিন থাকবে। জানিনা যারা লাশ বহন করছে তাদের কি অবস্থা হচ্ছে!  বাংলাদেশেও করোনার প্রথম আগমন ঘটে ইতালি থেকে আসা এক প্রবাসীর মাধ্যমে। আস্তে আস্তে তার সংক্রমণ আজ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা আজ পর্যন্ত ৩৯ জনে। এশিয়া মহাদেশে ইউরোপের মতো মৃত্যু মিছিল কম থাকলেও ঝুঁকিতে রয়েছে অনেকটা।                                              

Post a Comment

0 Comments