কেউ কি বলবে ছবি দেখে এটা নদী
দেখে মনে হয় একটা পরিত্যক্ত মাঠ
কচুরিপানায় পরিপূর্ণ একটা নদী
একফোঁটা পানি দেখা যায় না নদীতে
কল্পনা নয় সত্যিই রয়েছে এই নদী
চাদপুরের কোন এক গ্রামের মাঝে।
নামটা মনে নেই বলে উল্লেখ হল না
ছবিতে তার প্রমাণ আছে দেখ
দুপাশে পরিপূর্ণ লতাপাতা গাছে
সত্যিই অদ্ভুত দেখতে এই নদী।
0 Comments