Advertisement

Responsive Advertisement

কচুরিপানার নদী


কেউ কি বলবে ছবি দেখে এটা নদী 
দেখে মনে হয় একটা পরিত্যক্ত মাঠ
কচুরিপানায় পরিপূর্ণ একটা নদী 
একফোঁটা পানি দেখা যায় না নদীতে
কল্পনা নয় সত্যিই রয়েছে  এই নদী 
চাদপুরের কোন এক গ্রামের মাঝে। 
নামটা মনে নেই বলে উল্লেখ হল না
ছবিতে তার প্রমাণ আছে দেখ 
দুপাশে পরিপূর্ণ লতাপাতা গাছে
সত্যিই অদ্ভুত দেখতে এই নদী। 
        
      

Post a Comment

0 Comments