Advertisement

Responsive Advertisement

তারাবী নামাজ কত রাখাত?? কোনটা সঠিক ৮/২০?

পবিত্র রমজান মাস আল্লাহর পক্ষ হতে বড় নিয়ামতের মাস। এটিকে সংযমের মাস বলা হয়। মানুষ আল্লাহর পথে ধাবিত হয় এই মাসে। এই মাসে আমরা তারাবী পড়ে থাকি। কিন্তুু আমাদের দেশে ধুঁয়াশা তৈরী হয় এই তারাবী নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়া থেকে পর্দা করার পর যখন তারাবী নিয়ে দ্বন্দ্ব তৈরী হয় তখন এর সমাধান ওমর (রা.) দিয়েছিলেন, বললেন তারাবী ২০ রাকাত পড়তে। এটা সুন্নতে মুয়াক্কাদা। এরপর থেকে আজ পর্যন্ত ২০ রাকাতই পড়া হয়। কিন্তু দশক পাঁচেক ধরে কিছু মোল্লা বলছে তারাবী নাকি ৮ রাকাত। তারা নাকি দলিল ও দিচ্ছে। কিন্তুু তারা রাসূল (দ.) প্রতি রাতে ৮রাকাত নামাজ পড়তেন এবং এরপর পর ৩ রাকাত বিতর আদায় করতেন। এটা ছিল তাদের দলিল। রাসূল (দ.) যে ৮ রাকাত নামায আদায় করতেন তা হল তাহাজ্জুদ এর নামাজ। তারা তাহাজ্জুদ এর নামাজের  দলিলকে তারাবী বলে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। যারা তারাবীকে ৮ রাকাত বলে তারা মূলত ফিতনা সৃষ্টিকারী তাই তাদের থেকে দূরে থাকাই ভালো। তাদের ব্যাপারে রাসূল (দ.) বলেছেন তোমাদের মাঝে এমন এক সময় আসবে যখন কিছু মানুষ ইবাদত নিয়ে নতুন কিছু বলবে যা তোমরা আগে কখনো শুননি এবং তোমাদের পূর্ববর্তী কেউ এমন কথা শুনেনি। যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। শতাব্দীর পর শতাব্দী ধরে তারাবী ২০ রাকাত হয়ে আসছে আর বেশ কয়েক বছর ধরে তারা বলছে তারাবী নাকি ৮ রাকাত। তারা কি ওমর ফারুক (র.) সহ সাহাবীদের চেয়ে বেশি জানে যে তারাবী কে নাপিতের মত কেটে ৮ করে দিচ্ছে! তাই যারা নাপিতগিরি করে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।                                                       

Post a Comment

0 Comments