Advertisement

Responsive Advertisement

শাহ সূফী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (র.) এর গাড়ি


 
জিয়াউল হক মাইজভান্ডারি (র.) এর এই গাড়িটি করে তিনি যাতায়াত করতেন এবং এই গাড়িটি বহু আলোকিক ঘটনার সাক্ষী। তারমধ্যে একটি হল তিনি বহুবার তেলের বদলে পানি দিয়ে এই গাড়ি ব্যবহার করেছিলেন। তার ড্রাইভবার বলেছিলেন অনেক সময় দূর রাস্তায় তেল শেষ হয়ে গেলে তখন জিয়াউল হক (র.) বলতেন তেলের ট্যাঙ্ক এ পানি ভরতে এবং ঐ পানি দিয়েই তিনি গাড়ি চালাতেন।        

Post a Comment

0 Comments