Advertisement

Responsive Advertisement

Fear of the mind

There are many of us who become restless when we hear of any danger. The danger of the mind overwhelms him before he is in danger. As a result, he broke down a lot. Here I am talking about the fear of the mind. There is a saying in our society, Before eating the forest tiger The tiger of the mind has eaten. What is meant here is that there are many people who hear about a danger and their condition is such that it seems that they are in danger. This happens because we do not have a strong attitude. So we have always needed to provide morale. Those who take morale cannot overcome danger. We can call the year 2020 a black year, because this year there has been an outbreak of an epidemic that has hit remote areas of the world. As a result, there is no alternative to awareness among people all over the world. It will not be possible to prevent it if we become overwhelmed with fear without being fully aware at this time. This requires strong morale. The symptoms of this virus are such that it happens to people only when the weather changes. As a result, there are many of us who get scared when the symptoms of corona virus are fever, cold or cough. Which weakens him both physically and mentally. If his morale is strong, then he is recovering through proper treatment, but if there is a deficiency in his care, it leads to death. So here we have to strengthen our morale. Not only this, if we have strong morale in every task, no matter how difficult it may be, it is more likely to be possible for us. And if morale breaks down, even simple tasks become much harder for us. So in every work we should not eat the tiger of the mind before eating the tiger of the forest. And in order to strengthen our morale we have to mix with people who always encourage us. Again, there are people in our society who are afraid to do even the simplest thing. It is better to stay away from them. So in order to get encouragement, it is necessary to select people who, even if it is very difficult, if it is beneficial, will give encouragement, will give strength and morale. We are all social beings, we grew up in one society or another. Therefore we know every person in that society. So we can see who is scared and who is motivated. So you have to choose it yourself. Moreover, we now see a lot of encouraging speeches on the Internet. Through which we can be inspired. We can always keep the morale strong. 


















































































 আমাদের মাঝে অনেকেই আছি যারা কোন বিপদের কথা শুনলে অস্থির হয়ে ওঠে। সে বিপদে পড়ার আগে মনের বিপদ তাকে কাবু করে রেখেছে। যার ফলে সে অনেকাংশে ভেঙে পড়ে।এখানে মনের ভয়ের কথা বলছি। আমাদের সমাজে একটা প্রবাদ রয়েছে, বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘে খেয়ে নিয়েছে। এখানে বুঝানো হয়েছে, অনেক মানুষ আছে কোন বিপদের কথা শুনে তাদের অবস্থা এমন হয় যে মনে হয় সে বিপদে পড়ে গেছে।আমাদের শক্ত মনোভাব না থাকার কারণে এমনটা হয়ে থাকে।তাই আমাদের সবসময় মনোবল যোগানোটা অতি প্রয়োজন হয়ে পড়েছে। যাদের মনোবল নেয় তারা বিপদকে জয় করতে পারে না। ২০২০ সালটাকে আমরা কালো সাল বলে অভিহিত করতে পারি।কেননা এই সালে এমন মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে যা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে হানা দিয়েছে।ফলে, সম্পূর্ণ পৃথিবীর মানুষের মাঝে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যদি এই সময় পুরোপুরি সচেতন না হয়ে ভয়ে কাবু হয়ে যায় তাহলে এর প্রতিরোধ করা সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন শক্ত মনোবল।এই ভাইরাসের লক্ষণ এমন যে যা আবহাওয়া পরিবর্তন হলেই মানুষের হয়ে থাকে। ফলে আমাদের মাঝে অনেকেই আছে যারা করোনা ভাইরাসের লক্ষণ জ্বর সর্দি -কাশি হলেই ভীত হয়ে যায়। যা তাকে শারীরিক এবং মানসিক উভয়দিকে দুর্বল করে ফেলে। যদি তার মনোবল শক্ত থাকে তাহলে করোনা হলেও সে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছে, যদি তার পরিচর্যায় ঘাটতি থেকে যায় তাহলে তা মৃত্যুর দুয়ারে নিয়ে যায়। তাই এখানে আমাদের মনোবলকে দৃঢ় করতে হবে। শুধু এখানেই নয়, প্রত্যেক কাজে যদি দৃঢ় মনোবল থাকে তাহলে তা যতই কঠিন হোক না কেন, তা আমাদের জন্য সম্ভব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি মনোবল ভেঙে যায় তাহলে সহজ কাজও আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। তাই প্রতিটা কাজে আমাদের বনের বাঘে খাওয়ার আগে যেন মনের বাঘে না খায়।আর আমাদের মনোবল শক্ত করার জন্য এমন মানুষের সাথে মিশতে হবে যারা আমাদের সবসময় উৎসাহ প্রধান করে। আবার আমাদের সমাজে এমন মানুষও রয়েছে যারা খুব সহজ কাজেও মনে ভয় এনে দেয়। তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়।তাই উৎসাহ পাওয়ার জন্য এমন মানুষ নির্বাচন করা প্রয়োজন যারা অতি কঠিন হলেও যদি তা কল্যাণকর হয় তার জন্য উৎসাহ দিবে, শক্তি মনোবল যোগাবে।অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এমন মনোবল যোগানো মানুষ কিভাবে নির্বাচন করা যায়? আমরা সকলে সমাজবদ্ধ জীব, আমরা কোনো না কোনো সমাজে বেড়ে ওঠি। অতএব ঐ সমাজের প্রত্যেক মানুষকে আমরা জানি। তাই কে ভয় লাগায় আর কে মনোবল যোগায় তা আমরা দেখতে পায়। তাই এটা নিজেকেই নির্বাচন করে নিতে হবে। তাছাড়া বর্তমানে আমরা অনেক উৎসাহ যোগানো বক্তব্য ইন্টারনেট এ দেখতে পায়। যার মাধ্যমেও আমরা অনুপ্রাণিত হতে পারি।আমরা সবসময় যেন মনোবলকে শক্ত করে রাখতে পারি।

Post a Comment

0 Comments