Advertisement

Responsive Advertisement

আজকের বার্তা

বিশ্বের
  যা কিছু মহান সৃষ্টির চিরতরে মহীয়ান 
আমরা মানবজাতি শ্রেষ্ঠত্বের মুকুট পরিহিত। 
মানুষে মানুষে সম্প্রতি আবার মনুষেই ভেদাভেদ। 
কিসের এত পার্থক্য যত ভেদাভেদের সর্ব কারণ 
কিসের হিংসায় আজ ভুলে গেল ভ্রাতৃত্বের  বন্ধন। 
কিসের নেশায় আজ করলে খুন কাছের সেই মানুষকে! 
হাতটা কি কম্পিত হল না তোমার  মায়ার বন্ধনে। 
হিংসা আর লোভ শেষ করেছে তোমায়, জান কি? 
হৃদয়কে পাষাণ করে ঢেকে দিয়েছ কালো কয়লায় 
তা কি দিয়েছে তোমায় প্রশান্তির এক টুকরো! 
বরং বাড়িয়ে দিয়েছে তোমার বুকের জ্বালা যত 
কিসের এত ভেদাভেদ ধর্ম কিংবা বর্ণ নিয়ে মানুষের 
কিসের এত হিংসা আর লোভ অপরের সম্পদে! 
যা কিছু আছে রক্ষা করতে শিখে দেখ, উত্তম কিসে? 
সেখানেই তোমার প্রশান্তি, যেখানে যত বেশি মোহাব্বত। 
সকলকে ভালোবাসতে শিখে দেখ, কতই আনন্দদায়ক! 
সমস্ত বিভেদ ভুলে, ফেলে দাও লোভ-হিংসা আছে যত 
তাতেই প্রশান্তি তোমার, উৎফুল্লে মেতে উঠবে মন।

Post a Comment

0 Comments