মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, জানার বুঝার ক্ষমতা দিয়েছেন। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি আসমান-জমিন, গ্রহ- নক্ষত্র, এই সুন্দর পরিবেশ,পাহাড়-পর্বত, নদী,সমুদ্র ইত্যাদি কতই না চোখ জুড়ানো মহান রাব্বুল আলামিনের এই সৃষ্টি। সবকিছু আল্লাহ পাক একদিনে সৃষ্টি করেননি,বারএইসব সৃষ্টির পূর্বে আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন। আর সবকিছুর আগে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( ﷺ)। আল্লাহ সর্বপ্রথম আমাদের রাসূলকে সৃষ্টি করেছিলেন।
রাসূল ( ﷺ) বলেন,
আমিই প্রথম এবং আমিই শেষ। (শুয়াবুল ঈমান,বায়হাকি,হাদিস নংঃ৫২০২)
এখানে প্রথম বলতে তিনি সৃষ্টি জগতের প্রথম এবং শেষ বলতে নবুয়তের পরিসমাপ্তিকারী। এর পর আর কোনো নবী পৃথিবীতে আসবেন না।
তাছাড়া, আল্লাহ কুরআন মাজিদ বলেছেন,
দয়াময় প্রভু তাঁকে কুরআন মাজিদ শিখিয়েছেন (অতঃপর) মানুষ সৃষ্টি করেছেন। ( সূরা রাহমান ১-৩)
তাছাড়া ইমাম বোখারী (র.) এর দাদা উস্তাদ তার কিতাবে হাদিস খানা তুলে ধরেছেন যা পরবর্তী সময়ে মুহাদ্দিসগণ তাদের কিতাবে হাদিসটি নিয়ে এসেছেন, হাদিসটি হল,
একদিন রাসূল ( ﷺ) মসজিদে নববীতে নসে দরস দিচ্ছেন। এমন সময় জাবের (রা.) এসে রাসূল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল ( ﷺ) আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? তখন রাসূল ( ﷺ) উত্তর দিলেন আল্লাহ সর্বপ্রথম নূর দিয়ে তোমার রাসূলকে সৃষ্টি করেছেন।
এখানে দু'টি কথা স্পষ্ট যে ১. আল্লাহ সর্বপ্রথম রাসূল ( ﷺ) কে সৃষ্টি করেছেন ২. আল্লাহ নূর দিয়ে রাসূল ( ﷺ) কে সৃষ্টি করেছেন।
0 Comments