
হযরত মূসা (আ.) ছিলেন একজন সিনিয়র পর্যায়ের নবী এবং রাসূল। মহান রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী - রাসূল এবং আসমানি কিতাব এই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে বড় চারটি আসমানী কিতাবের একটি তাওরাত, যা হযরত মূসা (আ.) এর উপর নাযিল হয়েছিল। মহান রাব্বুল আলামিন তার পয়গম্বরদের উম্মতের হেদায়েতের জন্য তাদের মুজেযা দিয়েছেন। হযরত মূসা (আ.) এর সবচেয়ে বড় মুজেযা ছিল তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। হযরত মূসা (আ.) এর সময় তার এক মদ্যপায়ী উম্মত ছিল। সে সবসময় মদ পান করে মাতাল অবস্থায় থাকত। যখন তার মৃত্যু হল তখন হযরত মূসা (আ.) এর উম্মতরা তাকে নিয়ে ময়লাযুক্ত স্থানে ফেলে দিল। সে মদ্যপায়ী বলে তাকে তারা কবর দিল না। এমন সময় হযরত মূসা (আ.) কে আল্লাহ ডাক দিলেন, হে মূসা (আ.) তোমার একজন উম্মত মৃত্যু বরণ করেছে এবং তাকে ময়লা স্থানে ফেলে দেওয়া হল। তুমি তাকে নিয়ে এসে কবর দাও। তখন হযরত মূসা (আ.) খুজ নিতে লাগলেন। তিনি খুঁজ নিতে নিতে যখন তার সন্ধান পেলেন তখন তার লাশটা ময়লার স্থান হতে তিনি নিয়ে আস্তে লাগলেন। এমন সময় তার উম্মতরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি লাশটাকে কেন কবর দিতে নিয়ে যাচ্ছেন? সে মদ্যপায়ী ছিল তাই আমরা তাকে সেখানে ফেলে দিয়েছিলাম। সে এমন কি কাজ করেছিল, যেকারণে তাকে আপনি কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। তখন হযরত মূসা (আ.) আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ তোমার বান্দারা জানতে চাই তার কোন কাজের জন্য তাকে কবর দেওয়ার নির্দেশ হয়েছে। তখন আল্লাহর পক্ষ হতে জবাব এল, একদিন সে মূসা (আ.) এর উপর নাযিল হওয়া তাওরাত শরীফ পাঠ করছিল। একসময় সে আখেরী নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাম দেখতে পেয়ে সেটিকে চুমু খেল, সম্মান প্রদর্শন করল। তার এই আচরণ আল্লাহর কাছে বেশ পছন্দ হয়েছিল। তাই আল্লাহ তার সমস্ত গুণাহ ক্ষমা করে দিলেন। তাই আল্লাহ তাকে স্বাভাবিক মানুষের মত কবর দেওয়ার নির্দেশ দিয়েছেন। যে নবী পৃথিবীতে আসার অনেক বছর আগে তার নাম দেখে চুমু খাওয়ার কারণে আল্লাহ তার সমস্ত গুণাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেছিল। আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রশংসা, গুনগান মহান আল্লাহ কতই না পছন্দ করেন। ইমাম আহমদ রেজা (রা.) বলেছিলেন এই রেজার জন্ম হয়েছে প্রিয় নবীর প্রশংসা করার জন্য।
0 Comments