একজন মানুষের জ্ঞান হচ্ছে তার সবচেয়ে কাছের বন্ধু। যার যত বেশি জ্ঞান অর্জনেে আগ্রহ থাকে তার কখনো পিছনে তাকাতে হয় না, কেননা যখন সে কখনো বিপদগ্রস্ত হয় তখন তার জ্ঞান তাকে বিপদ থেকে রক্ষার সবচেয়ে কাছের বন্ধুর কাজ করে থাকে। জ্ঞানের ফসল আগে তুলে ধরার কারণ মানুষ জ্ঞান আহরণ থেকে দূরে সরে যাচ্ছে। যদি এইরকম হতে থাকে তাহলে পৃথিবী একসময় বিপদগ্রস্ত হয়ে পড়বে সঠিক জ্ঞানের অভাবে। জ্ঞান অর্জনের জন্য যেমন বই পড়া ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা প্রয়োজন তেমনি প্রয়োজন ভ্রমণ। তাই জ্ঞান পিপাসুরা ছুটে চলে ভ্রমণে জ্ঞান আহরণে। অনেকে ভ্রমণ করে শুধুমাত্র বিনোদনের জন্য। জ্ঞান পিপাসুরা ভ্রমণ করে ঐ স্থান সম্পর্কে জানার জন্য, দর্শন করার জন্য। তারা ছুটে চলে দিগ -দিগন্তের পানে। নোট করে হয়ত ব্রেইনে হয়ত বা ডায়েরিতে। তাদের জানার কোন শেষ নেই। প্রবাদ রয়েছে, দোলনা হতে কবর পর্যন্ত শিখার কোন শেষ নেই। তাই আমাদের জ্ঞান পিপাসু হওয়া খুবই জরুরি।
0 Comments