নীল আকাশে রাশি রাশি
মেঘেদের মিলন রাজি।
রাতের ঐ নীল আকাশ
তারাগুলোর উজ্জ্বল হাসি।
হাজারো তারা যেমন আছে
চাঁদ তাদের খাটো করে।
চাঁদে মুগ্ধ সকলে যেন!
বিশাল এই মহাবিশ্ব যেন
আমাদের মন জুড়ানোর জন্য।
রাতের সৌন্দর্য্য যেমন আকাশে
দিনেরটা তেমন প্রকৃতির রুপে।
আমাদের মুগ্ধ করতে যার
এত সৃষ্টি, সেই সৃষ্টিকর্তার যেন
শুকরিয়া করি আদায়।
- মোহাম্মদ আলি মর্তুজা
0 Comments