আমরা অনেকেই জানাযার খাটিয়া কাঁধে বহন করতে চাই না। কারণ, খাটিয়া কাঁধে নিতে অনেক ভারী এবং কষ্টসাধ্যও বটে।
কিন্তু আপনি কি জানেন জানাযার খাটিয়া কাঁধে নিলে তার ফযলত কী? আমাদের দেশের অধিকাংশ মানুষই জানাযার খাটিয়া কাঁধে নেওয়ার ফযিলত সম্পর্কে অজ্ঞ। তাই নানা অজুহাতে আমরা খাটিয়া কাঁধে নেই না। আর এই না নেওয়ার কারণে আমরা মহান আল্লাহর এক বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছি।
কোন বিষয়ের গুরুত্ব কিংবা ফযিলত সম্পর্কে জানলে তা আমল করার আগ্রহ বেড়ে যায়। তাই জানাযার খাটিয়া কাঁধে বহন করার ফযিলত সম্পর্কে হাদিস শরীফে কি এসেছে তা জানার চেষ্টা করছি।
হযরত আনাস (রা.) বলেন, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি জানাযার খাটিয়ার ৪টি খুটি বহন করবে, তার ৪০টি কবীরা গুনাহ (বড় গুনাহ) মাফ করে দেওয়া হবে।
- ইমাম হায়সামী: মাযমায়াউয-যাওয়াইদ,
এ বিষয়ে আরো লক্ষ্য করুন।
হযরত ছাওবান (রা.) রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জানাযা অনুসরণ করবে ও ৪টি খাটিয়া বহন করবে, তার ৪০টি গুনাহ মাফ করা হবে এবং প্রত্যেকটি কবীরা গুনাহ।
- মুসনাদে হারেছ: ইত্তেহাফু খায়রাতুল মিহরাত, ইবনু হাজার: মাতালিবুল আলিয়া,ইবনে মুলাক্কিন: বাদরুল মুনীর,
হযরত ওয়াসিলা ইবনে আসকা (রা.) বলেন, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি জানাযার খাটিয়া বহন করবে, তার ৪০টি কবীরা গুনাহ মাফ করা হবে।
সূত্র:ইমাম সুয়ূতী: জামেউল আহাদিস, কানজুল উম্মাল-৪২৩৩৮,
আত তানভীর শরহে জামেউস সাগীর-৮৬২৯।
আমরা জানি অনেক ইবাদতের (বিশেষ করে নফল) মাধ্যমে ছগীরা গুনাহ (ছোট গুনাহ) মাফ হয় কিন্তু জানাযার খাটিয়া কাঁধে বহন করলে ৪০টি কবীরা গুনাহ (বড় গুনাহ) মাফ হয়। যা উল্লেখিত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত।
জানাযার খাটিয়া কাঁধে বহন করা ইবাদত এবং তা প্রিয় রাসূল (ﷺ)'র সুন্নাত। প্রিয় রাসূল (ﷺ) হযরত সা'দ বিন মুয়াজ (রা.)'র জানাযার খাটিয়া বহন করেছিলেন।
তাই প্রত্যেক মানুষের উচিত এই ইবাদতে অলসতা না করা এবং প্রিয় রাসূল (ﷺ)'র এই দুর্লভ সুন্নাতের উপর আমল করা।
মহান আল্লাহ আমাদের সবাইকে জানার ও মানার তৌফিক দান করুন।
-principal Mohammad Sarwar
0 Comments